চীনে নতুন করে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ায়, ৫ দিনে ১৫০০ কক্ষের হাসপাতাল নির্মাণ

চীনে নতুন করে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ায়, কোভিড-১৯ রোগীদের চিকিৎসার জন্য মাত্র পাঁচদিন এক হাজার পাঁচশ’ কক্ষের একটি হাসপাতাল নির্মাণ করেছে দেশটির সরকার।শনিবার (১৬ জানুয়ারি) হাসপাতালটির নির্মাণকাজ শেষ হয়।

সূত্র : বিবিসি

শিনহুয়া নিউজ এজেন্সি জানায়, বেইজিংয়ের দক্ষিণে হেবেই প্রদেশের নানগংয়ে নির্মিত মোট ৬ হাজার ৫শ’ কক্ষের ছয়টি অস্থায়ী হাসপাতালের মধ্যে এটি একটি।

২০১৯ সালের শেষদিকের চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকেই ছড়ায় করোনা ভাইরাস, যা পরে বিশ্বব্যাপী মহামারি রূপ নেয়। তবে, চীন বেশ ভালোভাবেই ভাইরাসটি নিয়ন্ত্রণে সক্ষম হয়। গত একবছরে বহুবার ভাইরাসটির জিনগত পরিবর্তন হয়েছে। এবার নতুন এই ধরনের কোভিড-১৯ চীনেও ছড়িয়ে পড়েছে। বাড়ছে রোগীর সংখ্যাও। বর্তমানে হেবেই প্রদেশের রাজধানী শিজিয়াঝুয়াং এবং দক্ষিণের নানগং শহরে মোট ৬৪৫ জন চিকিৎসা নিচ্ছেন। শিজিয়াঝুয়াংয়ে তিন হাজার কক্ষ বিশিষ্ট আরেকটি হাসপাতাল নির্মাণাধীন রয়েছে।

এদিকে, রাজধানী বেইজিং এবং হেইলিংজিয়াং, লিয়াওনিং ও সিচুয়ান প্রদেশেও করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানায়, বুঝে ওঠার আগেই করোনা ভাইরাসের অতিসংক্রামক এ নতুন রূপটি ছড়িয়ে গেছে।