২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৬৩ জন এবং মারা গেছেন ১৭ জন : স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন ৩৬৩ জন। গত বছরের ২২ এপ্রিল শনাক্ত ছিল ৩৯০ জন। অর্থাৎ ৯ মাস ১৩ দিন পর আজ সবচেয়ে কম সংক্ষক ব্যক্তি করোনা শনাক্ত হলেন।

গত ২৪ ঘণ্টায় শনাক্ত ৩৬৩ জন নিয়ে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছেন ৫ লাখ ৩৪ হাজার ৭৭০ জন। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৭ জন, এখন পর্যন্ত মারা গেছেন ৮ হাজার ১১১ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৩৭ জন, এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ লাখ ৭৯ হাজার ২৯৭ জন।

২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ১০ জন পুরুষ এবং ৭ জন নারী। এখন পর্যন্ত পুরুষ ৬ হাজার ১৪৩ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন এক হাজার ৯৬৮ জন।

বয়স বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ৬০ ঊর্ধ্ব ১২ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ২ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২ জন এবং ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন রয়েছেন।

বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ৭ জন, চট্টগ্রাম বিভাগে ৫ জন, সিলেট বিভাগে দুই জন এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগে একজন করে রয়েছেন। ২৪ ঘণ্টায় সবাই হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।