ইইউর বাইরের দেশের জন্য ফ্রান্সে প্রবেশে নিষেধাজ্ঞা

ফ্রান্সে কোভিড-১৯ মোকাবিলায় সীমান্তে কঠোর বিধিনিষেধ আরোপ করার ঘোষণা দিয়েছেন ফরাসি প্রধানমন্ত্রী জ্যঁ কাস্তেক্স।

সূত্র : বিবিসি

জানায়, রোববার (৩১ জানুয়ারি) থেকে অতি জিরুরি প্রয়োজন ছাড়া ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য দেশ বাদে অন্য কোনো দেশের নাগরিকরা ফ্রান্সে প্রবেশ করতে পারবেন না।

শুক্রবার (২৯ জানুয়ারি) রাতে টেলিভিশনে দেওয়া এক ভাষণে নতুন ওই নিষেধাজ্ঞার ঘোষণা দেন ফরাসি প্রধানমন্ত্রী।

এসময় ফ্রান্সে সান্ধ্যকালীন কারফিউসহ অন্য বিধিনিষেধ মানা হচ্ছে কিনা তা তদারকি করতে পুলিশ আরও জোর দেবে বলেও জানান তিনি।

সম্প্রতি ফ্রান্সে করোনা ভাইরাস মোকাবিলায় বিধিনিষেধ আরও কঠোর করার পরও দেশটিতে সংক্রমণ বাড়ছেই।

ইইউ থেকে বেরিয়ে যাওয়ায় যুক্তরাজ্যও এ নিষেধাজ্ঞার আওতায় পড়েছে। তবে, এক টুইটে যুক্তরাজ্যের পরিবহনমন্ত্রী জানান, এতে পণ্য আমদানি-রপ্তানিতে কোনো প্রভাব পড়বে না।