বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‌‘চালচিত্র’ গল্পে কলকাতার ছবিতে জয়া আহসান

আবারও কলকাতার নতুন ছবিতে চুক্তিবদ্ধ হলেন বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসান। সিনেমার নাম ‌‘চালচিত্র’। যা তৈরি হবে কালজয়ী কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প অবলম্বনে। পরিচালনার দায়িত্বে রয়েছেন কলকাতার নির্মাতা চিত্র ভানু বসু।

গত পরশু (৩০ জানুয়ারি) সন্ধ্যায় শহর কলকাতার একটি পাঁচ তারকা হোটেলে হয়ে গেলো এর শুভ যাত্রা। ভারতের নতুন একটি ওটিটি প্ল্যাটফর্মের উদ্বোধন অনুষ্ঠানে ছবির ঘোষণা দেওয়া হয়। এতে উপস্থিত ছিলেন জয়া আহসান, ঋতুপর্ণা সেনগুপ্ত ও চিত্র ভানু বসু প্রমুখ।

ভারতীয় সংবাদমাধ্যম টিভি নাইন বাংলা জানায়, ছবিতে জয়ার সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সব্যসাচী চক্রবর্তী।

এর গল্পটি এমন, এক গ্রাম্য মেয়ে, যে খেতে খুব ভালোবাসে। সে যা পায়, তা-ই খেয়ে ফেলে। যখন একসময় সে কিছু পায় না, সে চুরি করে খায়। তারপর ঠিক কীভাবে তাকে গ্রাম থেকে বিতাড়িত হতে হয় এবং এরপর ঠিক কী কী হয় তার সঙ্গে- তা নিয়েই ছবিটি তৈরি হবে। এতে গ্রাম্য মেয়ের ভূমিকায় থাকছেন জয়া আহসান।

নতুন ওটিটি প্ল্যাটফর্ম ‘হিপ্পিক্স’-এ এটি মুক্তি পাবে।

এদিকে, জয়া কলকাতার আরও একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। এর নাম ‘ওসিডি’। ছবিটি পরিচালনা করছেন সৌকর্য ঘোষাল। ভারতীয় মিডিয়ার দাবি, ছবিটির প্রযোজক হিসেবেও থাকছেন জয়া আহসান।