আফগানিস্তান বাংলাদেশে খেলতে চায় না

কাতার বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশের বাকি থাকা তিন ম্যাচই ঘরের মাঠে হওয়ার কথা। কিন্তু করোনাভাইরাসের প্রভাবে ম্যাচগুলো ওমান কিংবা কাতারে হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। যদিও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সব ম্যাচই নিজেদের মাঠে আয়োজনের পক্ষে। সূচি অনুযায়ী, ২৫ মার্চ সিলেট জেলা স্টেডিয়ামে হবে আফগানিস্তান ম্যাচ। কিন্তু তারা বাংলাদেশে খেলতে চায় না। বিষয়টি এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) কাছে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে আফগানরা।

সেই চিঠি পেয়েছে বাংলাদেশও। তাই এখন এএফসির সিদ্ধান্তের ওপর নির্ভর করছে সিলেটের ম্যাচের ভবিষ্যৎ। আগামী সপ্তাহে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে ২০২২ বিশ্বকাপ বাছাই ম্যাচ নিয়ে।