ওয়াশিংটনের ৪০ হাসপাতালে নকল এন৯৫ মাস্ক

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের ৪০টি হাসপাতালে নকল এন৯৫ মাস্ক সরবরাহের অভিযোগ উঠেছে। স্থানীয় কর্মকর্তারা বলেছেন, আসল মনে করে তারা যে মাস্ক ব্যবহার করে আসছিলেন তা ছিল নকল।

সূত্র :  সিএনএন 

ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির পক্ষ থেকে শুক্রবার ওয়াশিংটন স্টেট হসপিটাল অ্যাসোসিয়েশনকে নকল এন৯৫ মাস্কের বিষয়ে সতর্ক করা হয়েছে। এতে বলা হয়েছে, ২০২০ সালের ডিসেম্বরে যে ২০ লাখ মাস্কের চালান এসেছে তা হয়ত নকল।

খবরে বলা হয়েছে, নকল মাস্কগুলো এন৯৫ এর মৃতো কার্যকর কিনা তা জানা যায়নি। তবে ক্যাসি জানিয়েছেন, এসব মাস্ক ব্যবহার করলেও হাসপাতালে করোনায় আক্রান্ত কর্মী সংখ্যা বাড়তে দেখা যায়নি।