কাজে বের হওয়ার আগে মুভমেন্ট পাস নিন

বুধবার (১৪ এপ্রিল) ভোর থেকে শুরু হওয়া সাত দিনব্যাপী সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউনে প্রয়োজনীয় যে কোনও কাজে বাইরে বের হওয়ার আগে মুভমেন্ট পাস সঙ্গে নিন। তা না হলে চেকপোস্টে জেরার মুখে কাজ না সেরেই ঘরে ফিরতে হবে।

সরকার নির্ধারিত নির্দেশনা বাস্তবায়নের মাঠে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পুলিশের সদস্যরা রাজধানীর প্রবেশমুখসহ প্রধান সড়কের পাশাপাশি অলিগলিতে নিরাপত্তা তল্লাশি চালাচ্ছে। লকডাউনের প্রথমদিনে জরুরি প্রয়োজন ছাড়া যারা রাস্তায় বের হয়েছেন তাদেরকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। নিরাপত্তা তল্লাশির জিজ্ঞাসাবাদে যথাযথ প্রয়োজনীয় কাজ সম্পর্কে পুলিশকে অবহিত করতে না পারলে, মুভমেন্ট পাস সাথে না থাকলে গন্তব্যে যাওয়ার কোনও সুযোগ নেই। এমনকি গুনতে হতে পারে জরিমানা।

এদিকে, দেশে চলমান কঠোর বিধিনিষেধ পরিস্থিতির মধ্যে পুলিশের বিশেষ ব্যবস্থা নাগরিক মুভমেন্ট পাস আড়াই লাখ ইস্যু করা হয়েছে। বুধবার (১৪ এপ্রিল) রাতে এই তথ্য জানায় পুলিশ সদর দফতর।

পুলিশ সদর দফতরের দেওয়া তথ্য অনুযায়ী ৩৩ ঘণ্টায় এ পর্যন্ত মোট সাত কোটি ৮১ লাখ নাগরিক মুভমেন্ট পাস নেওয়ার জন্য ওয়েবসাইটে প্রবেশ করেছেন।