ইন্দোনেশিয়ার নিখোঁজ সাবমেরিনের ধ্বংসাবশেষ সমুদ্রের তলদেশে : ৫৩ নাবিক বেঁচে নেই

ইন্দোনেশিয়ার নিখোঁজ সাবমেরিনের ধ্বংসাবশেষ সমুদ্রের তলদেশে খুঁজে পাওয়া গেছে। সাবমেরিনটির ৫৩ জন নাবিকের কেউই বেঁচে নেই।

সূত্র : বিবিসি
আমরা সাবমেরিনের বিভিন্ন অংশের ছবি পেয়েছি এবং সেগুলো কেআরআই নাংগালা-৪০২ এর অংশ বলে নিশ্চিত হয়েছি। সেই প্রমাণের ভিত্তিতে আমি ঘোষণা করছি যে, নাংগালা সাবমেরিন ডুবে গেছে এবং এর ৫৩ জন ক্রুর সবাই মারা গেছেন। ’

সংবাদ সম্মেলনে মার্শাল হাদি তজাহানতো বলেন, বালি সাগর, যেখানে কেআরআই নাংগালা-৪০২ সাবমেরিনটি হারিয়ে গিয়েছিল, সেখান থেকে সাবমেরিনটির ছয় টুকরো ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়। উদ্ধারকাজে অংশ নেওয়া ইন্দোনেশিয়ার রিগেল যুদ্ধজাহাজ সেই অঞ্চলটি স্ক্যান করে বস্তুগুলো শনাক্ত করে। জাহাজটি শব্দ তরঙ্গ ও একটি চুম্বকজাতীয় বস্তু ব্যবহার করে সেগুলো শনাক্ত করেছিল।