ফিজিতে করোনা শঙ্কায় রাজধানীতে লকডাউন

দক্ষিণ প্রশান্ত মহাসাগরের দ্বীপ রাষ্ট্র ফিজি গত বছর ধরে করোনাভাইরাসমুক্ত। বিশ্বের প্রথম করোনামুক্ত দেশ ঘোষণা করেছিলো দেশটি। তবে নতুন করে করোনাভীতি ছড়িয়ে পড়েছে দ্বীপ দেশটিতে।

সূত্র : সিএনএন

করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ার পর রাজধানীতে কঠোর লকডাউন জারি করা হয়েছে। মঙ্গলবার দেশটিতে করোনার ভারতীয় ধরন শনাক্ত হয় বলে জানিয়েছে স্বাস্থ্য কর্তৃপক্ষ।

স্বাস্থ্য কর্তৃপক্ষের স্থায়ী সেক্রেটারী জেমস ফঙ্ক বলেন, মঙ্গলবার কোয়ারেন্টিন থেকে ৬ জন শনাক্ত হয়েছেন। যাদের মধ্যে ভারতীয় ধরন পাওয়া গেছে।

তিনি বলেন, আমাদের বন্ধু ভারত, ব্রাজিল, সাউথ আফ্রিকা, যুক্তরাষ্ট্র যে দুঃসময়ের ভেতর যাচ্ছে তা থেকে আমাদের মুক্ত থাকতে হবে। আমরা তেমনটা হতে দিতে পারি না।।

এর আগে স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, নদীর কোয়ারেন্টিন কেন্দ্রে এক সৈন্যের সংস্পর্শে আসা ৫৩ বছরের এক নারীর সংক্রমণ ধরা পড়ে। এরপর কন্টাক্ট ট্রেসিং জোরদারে সহায়তা এবং আরও সংক্রমণ এড়াতে নদী ও লাওতোকা এলাকায় লকডাউন ঘোষণা করা হয়।