যুক্তরাষ্ট্র থেকে ভারতে নামলো প্রথম জরুরি কোভিড সহায়তা

যুক্তরাষ্ট্র থেকে ভারতে প্রথম চালানের জরুরি কোভিড সহায়তা পৌঁছেছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, করোনা পরিস্থিতিতে মোকাবিলায় শুক্রবার সকালেই প্রয়োজনীয় সামগ্রী নিয়ে দিল্লির বিমানবন্দরে অবতরণ করেছে যুক্তরাষ্ট্রে একটি সামরিক বিমান। এতে অক্সিজেন সিলিন্ডার থেকে শুরু করে র‍্যাপিড টেস্ট কিটসহ সবই আছে।

সূত্র : এএফপি

সুপার গ্যালাক্সি মিলিটারি বিমান শুক্রবার সকালে দিল্লি পৌঁছেছে। এতে ৪০০টি অক্সিজেন সিলিন্ডার, প্রায় ১০ লাখ র‍্যাপিড করোনাভাইরাস টেস্ট কিট, হাসপাতালের প্রয়োজনীয় সামগ্রী এসেছে।

গত সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পরদিনই হোয়াইট হাউস জানিয়ে দিয়েছিল, খুব শিগগিরই ভারতে সব রকমের সাহায্য পাঠাবে তারা। এর মধ্যে রেমডেসিভির ও অন্যান্য ওষুধও রয়েছে। ভারতে টিকা তৈরির জন্য যে কাঁচামাল প্রয়োজন তাও পাঠানোর প্রতিশ্রুতি দেয়া হয়েছে।

যুক্তরাষ্ট্র ছাড়াও আরও বেশ কিছু দেশ থেকে সহযোগিতা পেয়েছে ভারত।