আবার একসঙ্গে হাবিব-ন্যানসি

আবার আসছে সংগীতাঙ্গনের অন্যতম সফল জুটি হাবিব-ন্যানসির দ্বৈত গান। নাম ‘বন্ধুরে’। একেবারে নতুন নয় এটি। গত বছর একাই গেয়ে গানটি প্রকাশ করেছেন হাবিব। এবার সেটিতে যুক্ত হলেন ন্যানসি, সঙ্গে নতুন সংগীতায়োজন।

দু’জনেই জানান, গানটি ইউটিউবে উন্মুক্ত হচ্ছে ১ মে রাত ৮টায় হাবিবের ইউটিউব চ্যানেলে। গানটি রেকর্ড হলো ২৯ এপ্রিল। লিখেছেন আলী বাকের জিকো। সুর-সংগীতে যথারীতি হাবিব একাই।

এক বছরের মাথায় একক গানটিতে ন্যানসিকে যুক্ত করার কারণ প্রসঙ্গে হাবিব বলেন, ‘গত বছর গানটি আমি একা করেছিলাম। এবার নতুন করে গাওয়ার পাশাপাশি সম্পূর্ণ নতুন মিউজিক অ্যারেঞ্জমেন্ট করেছি। আমি মনে করি একক গানটি পূর্ণতা পেয়েছে এবারের ডুয়েট ভার্সনে।’

এদিকে ন্যানসি বলেন, ‘আমি জানি আমাদের নতুন গান শোনার জন্য অসংখ্য মানুষ সব সময় অপেক্ষায় থাকেন। যারা অপেক্ষায় থাকেন তাদের জন্য এটা সুখবর। শনিবার রাত ৮টায় গানটি হাবিব ওয়াহিদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। আশা করছি প্রতিবারের মতো এবারের গানটিও আপনাদের মন জয় করতে সমর্থ হবে।’

বলা দরকার, গেলো দুই দশকের সবচেয়ে সফল সংগীত জুটি হাবিব-ন্যানসি। চলচ্চিত্র আর অডিও, দুটো মাধ্যমেই একসঙ্গে সমান সফল তারা।

সর্বশেষ গত বছর ‘ঝরা পাতা’ ও ‘তুমি যে আমার ঠিকানা’ গান দুটি নতুন সংগীতায়োজনে গেয়ে আলোচনায় আসেন দু’জনে। তারপর আর একসঙ্গে গান করা হয়নি তাদের।