মত বদলে দক্ষিণ আফ্রিকা সফর : যা বললেন সাকিব

মানসিক ও শারীরিকভাবে ফিট না থাকায় দক্ষিণ আফ্রিকায় যেতে চান না- দুবাইয়ের উদ্দেশে বিমানে চাপার আগে বিমানবন্দরে নিজের অবস্থান এভাবেই জানিয়েছিলেন সাকিব আল হাসান। এক সপ্তাহের ব্যবধানে পুরোপুরি বদলে গেলো সাকিবের অবস্থান। এখন নিজেকে ফিরে পেতে (মানসিক অবস্থা) দক্ষিণ আফ্রিকার প্রাকৃতিক সৌন্দর্যে নিজেকে সপে দিতে চাইছেন বাঁহাতি এই অলরাউন্ডার।

গত এক সপ্তাহ ধরে সাকিব ইস্যুতে নানামুখী নাটক মঞ্চস্থ হয়েছে। তার দক্ষিণ আফ্রিকা না যাওয়া কেন্দ্র করে নানামুখী বক্তব্যও দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকরা। আজ (শনিবার) দুপুরে হুট করেই হাজির বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও সাকিব। দুজনের ঘণ্টাখানেকের মিটিং শেষে জানা যায় সাকিব যাচ্ছেন দক্ষিণ আফ্রিকায়।

আজ দুপুরে বিসিবি কার্যালয়ে বৈঠকে বসেছিলেন পাপন-সাকিব। সেখানে বিসিবির অন্য পরিচালক ও স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানরাও ছিলেন। ওই বৈঠকের পর গণমাধ্যমের মুখোমুখি হন পাপন-সাকিব দুজনেই। শুরুতে বিসিবি সভাপতি সূচনা বক্তব্য দেন। তারপর সাকিব নিজের সিদ্ধান্তের কথা গণমাধ্যমকে জানান।