আমি ক্ষমতায় থাকলে পুতিন কখনও যুদ্ধ শুরু করতেন না: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের জন্য বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের দিকে আঙুল তুলেছেন। ট্রাম্প বলেছেন, তিনি ক্ষমতায় থাকলে পুতিন কখনও একটি যুদ্ধ শুরু করতেন না।

সূত্র : দ্য হিল

এক সমাবেশে ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রকে এই যুদ্ধ থেকে দূরে থাকতে হবে। এখনও মার্কিনিদের এই সংঘাত থেকে দূরে রাখার সুযোগ রয়েছে বাইডেনের।

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পর দেশটির ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছেন বাইডেন। পুতিন, তার মন্ত্রী ও রুশ ধনকুবেরদের নিশানা করা হয়েছে নিষেধাজ্ঞা। সম্প্রতি রুশ তেল, প্রাকৃতিক গ্যাস ও কয়লা আমদানিও এর আওতায় এসেছে।

ভেনেজুয়েলা, ইরান ও সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনার সমালোচনা করেছেন ট্রাম্প।