লিওনেল মেসির বার্সেলোনা ছাড়ার গুঞ্জন!

`প্রায়ই গুঞ্জন শোনা যায়, বার্সেলোনা ছাড়ছেন লিওনেল মেসি। কিন্তু বায়ার্ন মিউনিখের কাছে বার্সার হারের পর এই গুঞ্জন আরো জোরালো হয়েছে। বিষয়টি নিয়ে বিরক্ত সাবেক বার্সা স্ট্রাইকার স্যামুয়েল ইতো। তিনি মনে করেন, বার্সার সঙ্গে সম্পর্ক এমন যে মেসি চলে গেলে ক্লাবটির নামই বদলে দেওয়া উচিত হবে। তাঁর মতে, মেসি মানেই বার্সেলোনা। তাই আর্জেন্টাইন তারকাকে ধরে রাখার জন্য ক্লাব কর্তৃপক্ষের সবকিছু করা উচিত বলে মনে করেন তিনি।

মেসির ক্লাব ছাড়ার গুঞ্জনের বিষয়টি নিয়ে আর্জেন্টাইন টিভি চ্যানেল টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে ইতো বলেন, ‘যেভাবে পারেন এটা নিশ্চিত করেন, মেসি যেন বার্সেলোনায় ওর ক্যারিয়ার শেষ করে। আমি আশা করব, যাঁরা নীতিনির্ধারণী পর্যায়ে আছে, তাঁরা বার্সেলোনার মঙ্গলের কথা বিবেচনা করবেন সবার আগে।’

মেসির গুরুত্ব বোঝাতে ইতো আরো বলেন, ‘আমি মেসিকে আমার সন্তানের মতো ভালোবাসি। বার্সেলোনা মানেই মেসি। আমি সব সময় মেসির জন্য ভালো চাইব। বার্সেলোনা ক্লাবটাই এখন মেসি। সে যদি আসলেই বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্ত নেয় তাহলে আমাদের উচিত ক্লাবের জন্য নতুন নাম খোঁজা। আমরা সৌভাগ্যবান যে আমাদের দলে এখন বিশ্বের সেরা খেলোয়াড়টা খেলে।’

এদিকে বায়ার্নের বিপক্ষে বাজেভাবে হারার পর তোলপাড় বার্সা শিবিরে। ছাঁটাই করা হয়েছে কোচ কিকে সেতিয়েনকে। ক্লাবে আরো পরিবর্তনের আভাস দিয়েছেন ক্লাব সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ। বায়ার্ন মিউনিখের বিপক্ষে হারার পর সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা এরই মধ্যে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছি। তবে সিদ্ধান্তগুলোর ব্যাপারে এখনই কিছু বলতে চাইছি না। এখন সিদ্ধান্ত প্রতিফলন করতে হবে।’

সে হিসেবে কোচ সেতিয়েনের চাকরি হারানোর মাধ্যমে শুরু হলো বার্সেলোনার পরিবর্তন। এ ছাড়া দলবদলের বাজারেও বার্সা শিবিরে বেশ পরিবর্তন আসতে পারে বলে জানাচ্ছে স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো।,