জয়ের পর মেসির সঙ্গে জার্সি বদল করতে চেয়েছিলেন ডেভিস

ফুটবলে জার্সি বদল করা খুব পরিচিত ঘটনা। প্রায়ই প্রতিপক্ষ দলের প্রিয় খেলোয়াড়ের সঙ্গে জার্সি বদল করেন ফুটবলাররা। তেমনি বার্সেলোনার বিপক্ষে ম্যাচের দিন লিওনেল মেসির সঙ্গে জার্সি বদল করার আগ্রহ দেখান বায়ার্ন মিউনিখের ডিফেন্ডার আলফান্সো ডেভিস। কিন্তু আট গোল খাওয়ার দিনে জার্সি বদল করতে চাইবেন কি বার্সা অধিনায়ক?

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্নের কাছে ৮-২ গোলে হেরেছে বার্সেলোনা। ম্যাচটিতে দুর্দান্ত এক গোল করেন ডেভিস। এ ছাড়া বাঁ প্রান্তে  মেসি ও নেলসন সেমেদোদের কাটিয়ে সতীর্থকে দিয়েও গোল করিয়েছিলেন এই কানাডিয়ান ফুটবলার।

জয়ের পর মেসির সঙ্গে জার্সি বদল করতে চেয়েছিলেন ডেভিস। চরম বাজেভাবে হারার পর ডেভিসের প্রস্তাবে সায় দেননি বার্সা তারকা। তবে তাতে দুঃখ পাননি ডেভিস। জানালেন, পরেরবার হয়তো প্রিয় তারকার সঙ্গে জার্সি বদলের সুযোগ পাবেন তিনি, ‘আমি এটা (মেসির জার্সি) চেয়েছিলাম। কিন্তু আমার মনে হয় সে অনেক বেশি দুঃখিত ছিল। সমস্যা নেই। পরের বার হবে হয়তো।’

জার্সি না পেলেও মেসির বিপক্ষে খেলতে পেরেই বেশ আনন্দিত ডেভিস। প্রিয় তারকার বিপক্ষে খেলার উচ্ছ্বাস নিয়ে এ বায়ার্ন তারকা বলেন, ‘সত্যি বলতে কি, (মেসির বিপক্ষে খেলতে পেরে) আমি আমার ভাষা হারিয়ে ফেলেছিলাম। আমার একটা স্বপ্ন সত্যি হলো।’

গতকাল বুধবার রাতে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল নিশ্চিত করেছে মৌসুম জুড়ে দুর্দান্ত খেলতে থাকা বায়ার্ন। শিরোপা লড়াইয়ে তাদের প্রতিপক্ষ ফরাসি ক্লাব পিএসজি।

ফাইনাল ম্যাচ প্রসঙ্গে ডেভিস বলেন, ‘এটা (ফাইনালে ওঠা) ভেবে খুব ভালো লাগছে। ভালো খেলার জন্য দলের সবাই খুব খুশি। ফাইনালে উঠতে পেরে সবাই আনন্দিত। বর্তমানে পিএসজি খুব ভালো দল। তবে আমরা জয়ের দিকেই তাকিয়ে, আমরা জয় উদযাপন করতে চাই। আশাকরি এটি একটি দারুণ ম্যাচ হতে চলেছে।’