ক্যালিফোর্নিয়ার ভয়ংকর দাবানল নিয়ন্ত্রণহীন

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ইতিহাসের সবচেয়ে ভয়ংকর দাবানল ছড়িয়ে পড়েছে। সপ্তাহজুড়ে চলা এই দাবানল এখনো নিয়ন্ত্রণ করা যায়নি। ঘন ধোঁয়ায় গতকাল শুক্রবার ক্যালিফোর্নিয়ার মধ্য ও উত্তরাঞ্চলের আকাশ ঢাকা ছিল।

সূত্র : এএফপি

গত সোমবার থেকে ছড়িয়ে পড়া এই দাবানল গতকাল শুক্রবার এই অঙ্গরাজ্যের ইতিহাসে ১০ বৃহত্তম দাবানলে পরিণত হয়েছে। কোনো কোনো দাবানল নাপা ও সোনোমা অঞ্চলের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করেছে।

ক্যালিফোর্নিয়ার এই দাবানলে এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নাপা কাউন্টির গ্রামীণ এলাকা থেকে চারজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

ক্যালিফোর্নিয়ায় গত এক সপ্তাহে ১২ হাজারের বেশি বজ্রপাত আঘাত হানে এবং এ থেকে দাবানলের সৃষ্টি হয়।

ক্যালিফোর্নিয়ার অগ্নিনির্বাপণ বিভাগ ক্যাল ফায়ারের কর্মকর্তারা বলেছেন, বজ্রপাতের কারণে গত সপ্তাহে ৫৬০ অগ্নিকাণ্ডের সূচনা হয়েছে। এই এলাকা থেকে এক লাখ ১৯ হাজার লোক সরিয়ে আনা হয়েছে।