ট্রিপল আর ছবির শুটিংয়ের প্রস্তুতি করোনার মধ্যেই

‘গেল জুলাই মাসের শেষে পুরো পরিবারসহ করোনায় আক্রান্ত হয়েছিলেন ‘বাহুবলী’ খ্যাত নির্মাতা এস এস রাজামৌলি। তবে বর্তমানে তিনি করোনা মুক্ত হওয়ায় আবারও ধীরে ধীরে কাজে ফেরার পরিকল্পনা করছেন।

যদিও সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শের অপেক্ষায় রয়েছেন রাজামৌলি। ডাক্তারের অনুমতি পাওয়ার দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই আবারো শুটিংয়ের কাজে ফিরতে পারেন বলে ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যমে জানান দাপুটে এই নির্মাতা।

চলমান এই করোনা পরিস্থিতি শুরুর আগেই নিজের পরিচালিত আসন্ন সিনেমা ‘আরআরআর’ (রৌদ্রাম রানাম রুধিরাম) এর কাজ শুরু করেছিলেন রাজামৌলি। কিন্তু করোনা পরিস্থিতির কারণেই তার সকল পরিকল্পনা ভেস্তে যায়। তবে এবার আর দর্শকদের বেশি দিন অপেক্ষা করাবেন না রাজামৌলি। কেননা পরিচালক শিগগিরি স্বাস্থ্যবিধি মেনে শুটিং শুরু করেই আগামি বছরের জানুয়ারিতে মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন ৩০০ কোটি রুপি বাজেটের এই সিনেমা।

ছবিতে অভিনয় করবেন জুনিয়র এনটিআর, রাম চরণ, আলিয়া ভাট, অজয় দেবগণ সহ আরো অনেকেই।,