অক্টোবরে পাকিস্তান সফরে যাচ্ছে জিম্বাবুয়ে

‘২০০৯ সালে শ্রীলঙ্কা দলের বাসের উপর সন্ত্রাসী হামলার পর প্রায় নয় বছর কেটে যায় আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়না দেশটিতে। তাদের অচলাবস্থা কাটাতে আবারও পাশে দাঁড়ায় সেই শ্রীলঙ্কা। লঙ্কানরা সফর করার পর পাকিস্তান সফর করে বাংলাদেশ। টি-টোয়েন্টি সিরিজের সঙ্গে দুটি টেস্ট, একটি ওয়ানডে ছিল। যদিও একমাত্র ওয়ানডে আর শেষ টেস্ট খেলা হয়নি করোনাভাইরাসের জন্য।

দীর্ঘ পাঁচ মাস কেটে গেছে বাংলাদেশের বিপক্ষে সিরিজের পর। এই মুহুর্তে ইংল্যান্ড সফরে পাকিস্তান দল। এরিমধ্যে জানানো হয়েছে পাকিস্তান সফর করবে জিম্বাবুয়ে। দুই দেশের ক্রিকেট বোর্ডের সম্মতিতে আগামী অক্টোবরের শেষ সপ্তাহে পাকিস্তান সফরে যাবে জিম্বাবুয়ে ক্রিকেট।

খেলা হবে হবে বায়ো সিকিউর প্রটোকলে।দুই দেশের ক্রিকেট বোর্ড এরিমধ্যে কাজ শুরু করে দিয়েছে সূচি নির্ধারণের জন্য। জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যমগুলো। এই সফরে রয়েছে তিনটি একদিনের ম্যাচ ও টি-টোয়েন্টি ম্যাচ। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে লাহোরের রাওয়ালপিণ্ডি স্টেডিয়ামে।,