লিওনেল মেসি সঙ্গে চুক্তির ঘোষণা ক্রুজেইরোর

`বার্সেলোনা সুপারস্টার লিওনেল মেসি ক্লাব ছাড়ার ঘোষণা দিয়েছেন। তাকে কেনার লড়াইয়ে নেই বায়ার্ন মিউনিখের মতো ক্লাব। কারণ তাদের অর্থ নেই। পিএসজি আছে দোলাচলে। সেটাও আর্থিক কারণে। ইউরোপের আরও শীর্ষ ক্লাব শুধু পয়সা নেই বলেই মেসিকে কেনার কথা স্বপ্নেও ভাবছে না।

সেখানে মেসিকে দলে ভেড়ানোর ঘোষণা দিল ব্রাজিলের ক্লাব ক্রুজেইরো। যেখানে ব্রাজিলের ক্লাবগুলো ফুটবলার রপ্তানির দিকেই নজর দেয় বেশি। তরুণ প্রতিভা তুলে আনা এবং ইউরোপের শীর্ষ পর্যায়ের ক্লাবের কাছে বিক্রিই মূল লক্ষ্য ব্রাজিলের ক্লাবগুলোর। সেখানে মেসিকে কেনার ঘোষণায় খটকা লাগবেই।

খটকা লাগাই স্বাভাবিক। কারণ মেসিকে দলে নেওয়া তাদের পক্ষে সম্ভব না। সম্ভব হয়নি। শুধু তৈরি হয়েছে একটা বিভ্রান্তি। ক্রুজেইরোর অফিসিয়াল সাইট হ্যাক করা হয়েছে। এরপার ঘোষণা দেওয়া হয়েছে মেসির সঙ্গে চুক্তি করার। দেওয়া হয়েছে দুই পক্ষের বক্তব্যও।

ভুয়া ওই বিবৃতিতে আরও লেখা হয়েছে, ক্রুজেইরো ক্রিস্টিয়ানো রোনালদোকে দলে নেওয়ার জন্য জুভেন্টাসের সঙ্গে আলোচনা করছে। পরে বিভ্রান্তি দূর করে ক্রুজেইরো নিশ্চিত করেছে, শুক্রবার ক্রুজেইরো স্পোর্টস ক্লাবের ওয়েবসাইটটি বহিরাগত কারও (হ্যাকারের) আক্রমণের শিকার হয়েছিল।,