জাপান ক্ষুদ্র পরিসরে অলিম্পিক মশাল উন্মোচন

‘গত মার্চে গ্রিস থেকে মশালটি জাপানে পৌঁছায়। কিন্তু কোভিড-১৯ মহামারির কারণে অলিম্পিক স্থগিত হয়ে যাওয়ার পর টোকিওতে সেটি লুকিয়ে রাখা হয়েছিল।

মঙ্গলবার থেকে নিউ জাপান অলিম্পিক জাদুঘরে এটি প্রদর্শিত হবে এবং সেখানে আগামী অন্তত দুই মাসের জন্য সেটি রাখা হবে। আগে থেকে বুকিং দিয়েই ওই জাদুঘরে যেতে পারবেন দর্শনার্থীরা।

অবশ্য করোনার কারণে টোকিও অলিম্পিকের ভাগ্য এখনো অনিশ্চিত। আয়োজকরা এবং আন্তর্জাতিক অলিম্পিক কমিটি বলছে, আগামী বছরের ২৩ জুলাই এটি শুরু হবে। কিন্তু টোকিওতে কীভাবে ১৫ হাজার ৪০০ অলিম্পিক এবং প্যারাঅলিম্পিক ক্রীড়াবিদ নিরাপদ থাকবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি তারা।

বিশ্বজুড়ে করোনাভাইরাস সংক্রমণ শুরু হওয়ার পর থেকেই টোকিও অলিম্পিকের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছিল। গত ২৪ জুলাই থেকে জাপানের টোকিওতে শুরু হওয়ার কথা ছিল চলতি আসরের গ্রীষ্মকালীন অলিম্পিক।,