পাবজিসহ ১১৮টি চীনা অ্যাপ নিষিদ্ধ করেছে ভারত

লাদাখে নতুন করে ছড়িয়ে পড়া সীমান্ত উত্তেজনার মধ্যে চীন নির্মিত মোবাইল গেমিং পাবজিসহ আরও ১১৮টি অ্যাপ নিষিদ্ধ করেছে ভারত।

সূত্র :  বিবিসি

বুধবার ভারত সরকারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।  এর আগে নিরাপত্তা ইস্যু দেখিয়ে চীনা ৫৯টি অ্যাপ নিষিদ্ধ করে ভারত। এবার নতুর করে ১১৮টি অ্যাপ নিষিদ্ধ করা হলো।

নিজেদের এমন পদক্ষেপের ব্যাখ্যায় ভারতের আইটি মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে: যেসকল অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সেসকল অ্যাপের মাধ্যমে তথ্য চুরি হচ্ছে বলে আমাদের কাছে অভিযোগ রয়েছে। এসব তথ্য দেশের বাইরের সার্ভারে পাচারের অভিযোগ পাওয়া যাচ্ছে। এমন প্রেক্ষাপটে অ্যাপ গুলো নিষিদ্ধ করা হয়েছে।,