যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস জয়ের তৃতীয় রাউন্ডে উঠেছেন।

‘ইউএস ওপেন টেনিসের নারী এককের তৃতীয় রাউন্ডে উঠেছেন দ্বিতীয় বাছাই রাশিয়ার সোফিয়া আনা কেনিন ও তৃতীয় বাছাই যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস।

 

সূত্র ঃ বিবিসি

 

তবে দ্বিতীয় রাউন্ডে হেরে গেছেন পঞ্চম বাছাই বেলারুশের আরিয়ানা সাবালেঙ্কা। অবাছাই ভিক্টোরিয়া আজারেঙ্কার কাছে হারেন সাবালেঙ্কা।

দ্বিতীয় রাউন্ডে কেনিনের প্রতিপক্ষ ছিলেন অবাছাই কানাডার এন্নি ফার্নান্দেজ। এক ঘন্টা ২১ মিনিট সময় নিয়ে ৬-৪ ও ৬-৩ গেমে জয় তুলে নেন কেনিন।

সরাসরি সেটে জয় পেয়েছেন সেরেনাও। আগের ম্যাচেই ইউএস ওপেনে সবচেয়ে বেশি জয়ের রেকর্ড স্পর্শ করা সেরেনা এবার হারিয়েছেন অবাছাই রাশিয়ার মার্গারিটা মেলিকোভনা গাসপারিয়ানকে। ৬-২ ও ৬-৪ গেমে জয় পান তিনি। এ জন্য এক ঘণ্টা ৩৩ মিনিট সময় ব্যয় করেন ২৩টি গ্র্যান্ড স্ল্যামের মালিক সেরেনা।

স্বদেশি আজারেঙ্কার সঙ্গে লড়াইয়ে পেরে উঠতে পারেননি সাবালেঙ্কা। ৬৭ মিনিট সময় নিয়ে সাবালেঙ্কাকে ৬-১ ও ৬-৩ গেমে হারান আজারেঙ্কা।,