মালয়েশিয়ায় গোলাম সারওয়ারকে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

‘ওমানে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনরত গোলাম সারওয়ারকে মালয়েশিয়ায় পরবর্তী বাংলাদেশ হাইকমিশনার হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সূত্র ঃ বিবিসি

গোলাম সারওয়ার বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) দশম ব্যাচের ফরেন ক্যাডার। কূটনৈতিক জীবনে তিনি কুয়ালালামপুরের ইয়াঙ্গুন, কাঠমান্ডু, ওয়াশিংটন ডিসি ও জেদ্দাতে বাংলাদেশ মিশনে দায়িত্ব পালন করেছেন।

বর্তমান দায়িত্বভারের আগে তিনি সুইডেন, নরওয়ে, ডেনমার্ক, ফিনল্যান্ড এবং আইসল্যান্ডে বাংলাদেশের হয়ে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন।

এছাড়া তিনি দক্ষিণ পূর্ব এশিয়ার মহাপরিচালকসহ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ সদর দপ্তরে। গোলাম সারওয়ার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন।

তিনি জার্মানিতে উন্নত কূটনৈতিক প্রশিক্ষণ নিয়েছেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের এনইএসএতে করেছেন সিনিয়র এক্সিকিউটিভ কোর্স। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ও দুই সন্তানের পিতা।,