কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে ৮৭ জন্মদিন

`জীবনের ৮৬ বসন্ত শেষ করে আজ ৮৭ বছরে পা রেখেছেন ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে। জন্মদিনে এই শিল্পী ইনস্টাগ্রামে জানিয়েছেন, ‘জীবনে কোনো অনুশোচনা নেই। বেঁচে আছি, সবার ভালোবাসা পেয়েছি, এতেই খুশি।’

এসবের মাঝে আশা ভোঁসলে এমন এক রেকর্ডের মালিক যার আশপাশে নেই কেউ। ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর, ২০১১ সালে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস তাঁকে সর্বাধিক গান রেকর্ডধারী হিসেবে ঘোষণা করে। এ পর্যন্ত তিনি ২০টি ভাষায় গান রেকর্ড করেছেন।

আশা ভোঁসলে ১৯৩৩ সালের আজকের দিনে সঙ্গিল রাজ্যের (বর্তমান মহারাষ্ট্রে অবস্থিত) সঙ্গিল জেলার গৌড়ে সংগীত পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৪৩ সালে তিনি প্রথম মারাঠি ভাষার ‘মাঝা বল’ সিনেমায় ‘চল চল নব বল’ শিরোনামের একটি গানে প্লেব্যাক করেন। ‘নয়া দৌড়’ (১৯৫৭), ‘তিসরি মঞ্জিল’ (১৯৬৬), ‘উমরাও জান’ (১৯৮১) এবং ‘রঙ্গিলা’ (১৯৯৫); এই চারটি সিনেমা তাঁর গায়িকা ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে স্বীকৃত।

ব্যক্তিজীবনে ভারতের আর এক কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের ছোট বোন আশা ভোঁসলে। ১৯৭৭ সাল পর্যন্ত আশা ভোঁসলে সাতবার ফিল্মফেয়ার সেরা নেপথ্য গায়িকার পুরস্কার পেয়েছেন। এরপর তিনি আর এই পুরস্কার নিতে অস্বীকৃতি জানান। ১৯৮১ ও ১৯৮৬ সালে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এ ছাড়া এই শিল্পী ২০০১ সালে ‘ফিল্মফেয়ার আজীবন সম্মাননা পুরস্কার’ পান। ভারত সরকার তাঁকে ২০০৮ সালে পদ্মভূষণ উপাধিতে ভূষিত করে।,