হামেস রদ্রিগেজ রিয়াল ছেড়ে এবার এভারটনে

‘হামেস রদ্রিগেজ এভারটনে। দলবদলের এবারের মৌসুমে অন্যতম চমক এটি। রিয়াল মাদ্রিদ ছেড়ে ২ বছরের জন্য ইংলিশ ক্লাবটিতে যোগ দিয়েছেন এই কলম্বিয়ান। ২২ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে এই চুক্তি করেছে এভারটন।

এদিকে, রদ্রিগেজের মতো গ্যারেথ বেলকেও এ মৌসুমে বিক্রি করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে রিয়াল।

এছাড়া, আঁতোয়া গ্রিজম্যানের বার্সা ছাড়ার গুঞ্জনও দিন দিন জমে উঠছে। তাকে নিতে মুখিয়ে আছে জায়ান্ট ক্লাবগুলো।

করোনা পরবর্তী দলবদলের এবারের মৌসুমে অন্যতম চমক হামেস রদ্রিগেজের দলবদল। কলম্বিয়ান এ তারকা স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ ছেড়ে যোগ দিয়েছেন ইংলিশ ক্লাব এভারটনে।

২২ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে সান্তিয়াগো বার্নাব্যু ছেড়ে গুডিসন পার্কে পাড়ি জমিয়েছেন রদ্রিগেজ।

চুক্তি অনুযায়ী ২ বছর এভারটনের জার্সি গায়ে দেখা যাবে ২৯ বছর বয়সী এই মিডফিল্ডারকে। ফলে কোচ কার্লো অ্যানচেলত্তির সঙ্গে সাক্ষাতটা আবারো নিশ্চিত হয়ে গেলো এই কলম্বিয়ানের।  এর আগে ২০১৪ সালে অ্যানচেলত্তিই তাকে রিয়াল মাদ্রিদে এনেছিলেন।

এরপর বায়ার্ন মিউনিখে ধারে ২ মৌসুম খেলার সময় কোচ অ্যানচেলত্তির অধীনেই খেলেছিলেন রদ্রিগেজ। এবারের পুনর্মিলনটা দু’জনের কেমন হয় তাই এখন দেখার অপেক্ষা।,