শাহাবুদ্দিন আহমদ জাপানের টোকিও দূতাবাসে যোগদান করলেন

‘জাপানের টোকিওতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে যোগ দিয়েছেন শাহাবুদ্দিন আহমদ। শুক্রবার সকালে দূতাবাসে গিয়ে দায়িত্বভার গ্রহণ করেন তিনি।

সূত্র ঃ বিবিসি

কাজে যোগ দেওয়ার আগে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করেন। এ ছাড়া জাতির পিতার বাবা-মা, জাতীয় চার নেতার কথাও স্মরণ করেন তিনি।

টোকিও দূতাবাসে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ করায় শাহাবুদ্দিন আহমদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
দূতাবাসে যোগ দিয়েই তিনি বাংলাদেশ-জাপান সম্পর্ক উন্নয়ন এবং প্রবাসীদের কল্যাণে কাজ করার দৃঢ় অভিপ্রায় ব্যক্ত করেন। সকলের সহযোগীতাও কামনা করেন শাহাবুদ্দিন আহমদ।

রাষ্ট্রদূত হওয়ার আগে শাহাবুদ্দিন আহমদ সচিব হিসেবে খাদ্য মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন। এছাড়া প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর এবং ইংল্যান্ডের বারমিংহাম বিশ্ববিদ্যালয় থেকে ডেভেলপমেন্ট ফিন্যান্সে এমএস করেন শাহাবুদ্দিন আহমদ। দেশে তার স্ত্রী ও তিন সন্তান রয়েছে।,