তুরস্কের রাজধানী আঙ্কারায় হঠাৎ শক্তিশালী ধূলিঝড়

‘তুরস্কের রাজধানী আঙ্কারায় শনিবার হঠাৎ করেই ধেয়ে এলো শক্তিশালী ধূলিঝড়। এই ঝড়ে অনেকে আহত হয়েছে বলে জানিয়েছেন শহরের কর্মকর্তারা।

সূত্র : সিএএন
২৯ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, তীব্র গতিতে ধেয়ে আসছে ধুলোর ঝড়। কয়েক মুহূর্তেই সব বিল্ডিংয়ের ওপরে আছড়ে পরে সব একেবারে আচ্ছাদিত করে দেয়।
তুর্কি জেনারেল ডিরেক্টর অব মেটেরিওলজির পোস্ট করা অন্য একটি ভিডিওতে দেখা গেছে, শহরের সব বাড়িগুলোকে গ্রাস করেছে ধুলোর ঝড় এবং বজ্রপাতও হচ্ছে।

 

উল্লেখ্য, গত মাস থেকেই তাপদাহ ও খরার মধ্যে দিয়ে যাচ্ছে আঙ্কারা। আরো বেশ কিছু দিন ওই ধুলোর ঝড় অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

আঙ্কারার গভর্নর ভিসিপ সাহিন টুইটারে জানিয়েছেন, পোলাতলী ও আশপাশের জেলাগুলোতে প্রবল হাওয়ার জেরে ছয় নাগরিক আহত হওয়ার খবর পাওয়া গেছে।

রাজধানীতে ধূলিঝড়ের পর পার্শ্ববর্তী শহর কিরিক্কালের জন্যও সতর্কবার্তা জারি করা হয়েছে।,