জয়া বচ্চনকে সোশ্যাল মিডিয়ায় আক্রমণ, আগাম সুরক্ষার জন্য পুলিশ মোতায়েন

‘মঙ্গলবার রাজ্যসভায় বলিউডের মাদক-যোগের অভিযোগের সমালোচনা করেছেন সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চন। এরপর জয়া বচ্চনকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ‘শেম অন জয়া বচ্চন’ ট্রেন্ড শুরু হয় এবং ট্রল করা হয়। আগাম সুরক্ষার জন্য অমিতাভ ও জয়া বচ্চনের বাংলো ‘জলসা’র বাইরে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

খবরটি নিশ্চিত করেছেন মহারাষ্ট্রের মন্ত্রী আসলাম শেখ। তিনি বলেন, ‘রাজ্যসভায় মন্তব্য করার পর বচ্চন পরিবার ট্রল ও আক্রমণের শিকার হওয়ায় পুলিশের তরফ থেকে নিরাপত্তা বাড়িয়ে দেয়া হয়েছে।’

সোশ্যাল মিডিয়ায় কারা বচ্চন পরিবারকে হেনস্তা করছে তা খতিয়ে দেখবে মুম্বাই পুলিশের সাইবার সেল।

মঙ্গলবার রাজ্যসভায় কারও নাম উল্লেখ না করে জয়া বচ্চন বলেন, ‘কিছু মানুষের জন্য পুরো ইন্ডাস্ট্রিকে দোষ দেয়া উচিত নয়। যেই থালায় খাই, সেটাই ফুটো করি আমরা।’

দিন কয়েক আগেই বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিকে ‘নর্দমা’ বলে কটাক্ষ করেছিলেন কঙ্গনা রানাওয়াত।

ইন্ডাস্ট্রির ৯৯ শতাংশ মানুষই মাদকাসক্ত বলে দাবী করেছেন তিনি। এই মন্তব্যের প্রেক্ষিতেই রাজ্যসভায় সমালোচনা করেছেন জয়া বচ্চন।,