আজ থেকে শুরু হতে যাচ্ছে জার্মানের বুন্দেসলিগার নতুন মৌসুম

‘নভেল করোনাভাইরাসজনিত পরিস্থিতির মধ্যে সবার আগে ফুটবল ফিরেছে জার্মানিতে। বন্ধ স্টেডিয়ামেই ২০১৯-২০ মৌসুমে বুন্দেসলিগার শিরোপা উৎসব করেছে বায়ার্ন মিউনিখ। আজ শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে জার্মানের শীর্ষ লিগটির নতুন মৌসুম। প্রথম দিনেই শালকের বিপক্ষে মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১২টায়।

সূত্র : সিএনএন

পছন্দের দিকে দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগার থেকে পিছিয়ে থাকলেও বুন্দেসলিগাও কম নজর কাড়েনি ফুটবল ভক্তদের।

তবে এবারের আসরে কয়েকজন তারকা ফুটবলার ইংলিশ প্রিমিয়ার লিগে চলে যাওয়ায় ও ফিলিপে কুতিনহোর নিজে ক্লাব বার্সেলোনাতে ফিরে যাওয়ায় কিছুটা রং হারিয়েছে লিগটি। সেইসঙ্গে কোভিড-১৯ এর সীমাবদ্ধতা তো আছেই।

তবে আশার খবর হলো, লিগ কর্তৃপক্ষ লাইপজিগের মাঠে আট হাজার ৫০০ ও বার্লিনের ম্যাচগুলোতে পাঁচ হাজার দর্শককে গ্যালারিতে বসে খেলার অনুমতি দিয়েছে।

আজ প্রথম ম্যাচে নতুন মিশনে নামতে বায়ার্ন তৈরি। ২০১৩ থেকে চ্যাম্পিয়নশিপের ক্ষেত্রে আশপাশে ঘেঁষতে দেয়নি কাউকে।

রেকর্ড টানা আটবার শিরোপা জিতেছে তারা। অ্যালিয়েঞ্জ অ্যারেনায় ট্রেবল জয়ী হ্যান্স ফ্লিকের দল শালকের বিপক্ষে শুভ সূচনার অপেক্ষায়।,