আর এইচ সোহেলের প্রযোজনায় নির্মাণ হচ্ছে ১৭টি নাটক

        ছবি: আর এইচ সোহেল

কুরবানীর ঈদে আর এইচ সোহলের প্রযোজনায় ২৬টি নাটক নির্মাণ হয়েছিল। ঈদ পরবর্তীতে করোনাকালীন সময়ে তার প্রযোজনায়  নির্মিত হচ্ছে আরও ১৭টি নাটক। আর এইচ সোহেল একজন কর্মঠ ও সফল প্রযোজক। প্রযোজকের সঙ্গে নাটকের বিভিন্ন বিষয় নিয়ে কথা হলো-

 প্রশ্ন : কেমন আছেন?

আর এইচ সোহেল : আমি সবসময় হাসিখুশি থাকতে পছন্দ করি। অনেক ভালো আছি।

প্রশ্ন : এবার ঈদুল আযহায় আপনার প্রযোজনায় নির্মিত নাটকগুলো বেশ প্রশংসিত হয়েছে। সে প্রসঙ্গে কিছু বলুন-  

আর এইচ সোহেল: চেষ্টা করে যাচ্ছি দর্শকদের ভালো ভালো নাটক উপহার দেয়ার। আর প্রশংসা শুনতে কার না ভালো লাগে বলুন।

 প্রশ্ন : করোনার সময়ে নাটক নির্মাণের সংখ্যা কম মনে হচ্ছে কি?

আর এইচ সোহেল: আসলে করোনার এই সময়ে অনেক প্রযোজকই নাটক নির্মাণ থেকে বিরত রয়েছেন। সেই হিসেবে নাটকের সংখ্যাটা অনেক কম।

প্রশ্ন: বর্তমানে ইউটিউবে নাটকের ভিউ নিয়ে বিভিন্নজন বিভিন্ন কথা বলে, এ বিষয়ে আপনার বক্তব্য কি?

আর এইচ সোহেল: বর্তমানে বিনোদনের সরাসরি মাধ্যম হলো ইউটিউব। ভালো নাটক নির্মিত হলে দর্শক অবশ্যই দেখবে। হ্যাঁ, এইটা সত্য যে অনেক সময় ভালো নাটকও ভিউ পায় না, আবার দেখা গেছে বাজে নাটকও অনেক মিলিয়ন মিলিয়ন ভিউ পায়।

প্রশ্ন     : সম্প্রতি আপনার ‘কালো জামাই’ নাটকটি ইউটিউবে ৪ মিলিয়ন ভিউ অতিক্রম করেছে।

আর এইচ সোহেল : ভারামী ছাড়া যে একটা দর্শকদের মন জয় করতে পারে তার প্রমাণ হচ্ছে ‘কালো জামাই’ নাটকটি। আসলে দর্শকদের ভালো লাগা থেকেই নাটকের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে।

প্রশ্ন     : নাটকের বাজেট প্রসেঙ্গে আপনার অভিমত কি?

আর এইচ সোহেল: আসলে আমি কখনোই বাজেট নিয়ে কার্পণ্য করি না, আমার চাওয়া হচ্ছে ভালোভাবে নির্মাণ।

প্রশ্ন     : নাটকের মান উন্নয়নে চ্যানেলগুলোর করণীয় কি বলে আপনি মনে করেন?

আর এইচ সোহেল: এখন তো নানান সংগঠন রয়েছে। সকলের মতামতের ভিত্তিতে চ্যানেলগুলো যদি প্রফেশনালী কাজ করে সেক্ষেত্রে টিভিতেও নাটকের সেই পুরনো জয়জয়কার ফিরে আসবে বলে আমার বিশ্বাস।

প্রশ্ন : ঈদের পর নতুন নাটক সম্পর্কে বলুন। কবে থেকে নাটকের শ্যুটিং আরম্ভ করছেন?

আর এইচ সোহেল: ঈদের পরবর্তী সময়ে আমার প্রযোজনায় বিভিন্ন পরিচালক ১৭টি’র নাটক নির্মাণ করছেন।

প্রশ্ন  : আপনি তো প্রযোজনার পাশাপাশি পরিচালনাও করেন, আপনার পরিচালনায় কোনো নাটক আসছে কি?

আর এইচ সোহেল: শীঘ্রই আমার পরিচালনায় ৪টি নির্মিত হতে যাচ্ছে।

প্রশ্ন  : নাটক নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি ছিল?

আর এইচ সোহেল: আমার ধ্যান-জ্ঞানে শুধুই নাটক। নাটক প্রযোজনার পাশাপাশি নিয়মিত পরিচালনাও করব।

 

সাক্ষাৎকার : মীর সাখাওয়াত