জাতীয় দলের ১৮ ক্রিকেটার কোভিড-১৯ নেগেটিভ

‘শুক্রবার নমুনা দেওয়া জাতীয় দলের ১৮ ক্রিকেটারের সবাই উতরে গেছেন করোনা পরীক্ষায়। শনিবার বিকেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানায় ১৮ জনই কোভিড-১৯ নেগেটিভ।

সূত্র : বিসিবি 

পরীক্ষায় পাস করা ক্রিকেটাররা রোববার উঠবেন টিম হোটেলে। একইদিন শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরু হবে তাদের দলীয় অনুশীলন। শ্রীলঙ্কা সফর নিয়ে অনিশ্চয়তা থাকলেও ঢাকায় সাতদিনের আবাসিক ক্যাম্প করতে যাচ্ছে বিসিবি।

করোনা বিরতি কাটিয়ে নিজ এলাকায় অনুশীলন করে যাওয়া সাইফউদ্দিন, মোসাদ্দেক, ইবাদত, আবু জায়েদ, খালেদসহ ৯ ক্রিকেটার ঢাকায় ফিরেছেন। তারা উঠেছেন বিসিবি একাডেমি ভবনে।

শনিবার তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে। রোববার জানা যাবে তাদের কোভিড-১৯ পরীক্ষার ফল।

যারা নেগেটিভ হবেন তারা উঠবেন হোটেল। কেউ পজিটিভ হলে বিসিবির মেডিকেল বিভাগের তত্ত্বাবধানে থাকবেন আইসোলেশনে।

এর আগেও একবার করোনা পরীক্ষা হয়েছে জাতীয় দলের ক্রিকেটার, কোচ, সাপোর্ট স্টাফদের। তাদের মধ্যে পজিটিভ হন ওপেনার সাইফ হাসান ও ট্রেনার নিক লি।

সাইফ আরেকবার পরীক্ষা দিয়েও পজিটিভ হয়েছেন। লি নেগেটিভ হওয়ায় মাঠের কাজও শুরু করে দিয়েছেন।

আগে থেকেই টিম হোটেলে অবস্থান করা বিদেশি কোচদের তিন দফা টেস্ট হয়ে যাওয়ায় এবার আর প্রয়োজন পড়েনি।

তবে আগামী ২৪ ও ২৫ সেপ্টেম্বর আরও দু’দফা জাতীয় দল সংশ্লিষ্ট সবার করোনা টেস্ট হবে।

তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ২৭ সেপ্টেম্বর শ্রীলঙ্কার উদ্দেশে রওনা হওয়ার কথা বাংলাদেশ দলের। সফরে টাইগার স্কোয়াড হতে পারে ২৭ সদস্যের। সিরিজ নিশ্চিত না হওয়ায় দল ঘোষণা করেনি বিসিবি।,