উয়েফার বর্ষসেরা ফুটবলারের সংক্ষিপ্ত তালিকায় নেই মেসি-রোনালদো

‘উয়েফার বর্ষসেরা ফুটবলারের সংক্ষিপ্ত তালিকা ঘোষণা করা হয়েছে। তিনজনের তালিকায় জায়গা হয়নি বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি ও জুভেন্টাসের পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর। 

সূত্র : বিবিসি

আজ বুধবার উয়েফা সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে। এতে জায়গা পেয়েছেন বায়ার্ন মিউনিখের মানুয়েল নয়ার, রবের্ত লেভানদোভস্কি ও ম্যানচেস্টার সিটির কেভিন ডি ব্রুইন।

বার্সোলোনার লিওনেল মেসি ও পিএসজির নেইমার বর্ষসেরা সমান ৫৩ ভোট পেয়ে যৌথভাবে চতুর্থ স্থানে আছেন।

তবে রোনালদোর অবস্থান খুব একটা ভালো জায়গায় নেই। মাত্র ২৫ ভোট পেয়ে দশম স্থানে আছেন এই জুভেন্টাস তারকা।

বায়ার্নের এবারের চ্যাম্পিয়নস লিগ জয়ে দারুণ অবদান রেখেছেন লেভানদোভস্কি। আসরে তিনি ১৫ গোল করেন। শুধু তাই নয়, জার্মান লিগেও বেশ উজ্জ্বল ছিলেন তিনি। পুরো মৌসুমে ৪৭ ম্যাচ খেলে ৫৫ গোল করেন।

বায়ার্নের গোলরক্ষক নয়ারও ছিলেন দারুণ উজ্জ্বল। তাই সেরা তিনে জায়গা পেয়েছেন। ডি ব্রুইনও দারুণ সফল ছিলেন ইংলিশ লিগে।

আলোচিত বিষয় ছিল, বর্ষসেরা কোচের সংক্ষিপ্ত তালিকার তিনজনই জার্মান কোচ। বায়ার্নের হান্স ফ্লিক, লিভারপুলের লিগ শিরোপা জয়ের কারিগর ইয়ুর্গেন ক্লপ ও লাইপজিগের ইউলিয়ান নাগেলসমান।

বর্ষসেরা নারী ফুটবলারের সংক্ষিপ্ত তালিকায় আছেন ম্যানচেস্টার সিটির লুসি ব্রোঞ্জ, চেলসির পের্নিলে হাডা ও অলিম্পিক লিওঁর ওয়েন্দি হোনা।

আগামী ১ অক্টোবর উয়েফা চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠানে সেরাদের নাম ঘোষণা করা হবে।

চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগের ৮০ দলের কোচ  এবং ৫৫ জন সাংবাদিকের ভোটে এই সংক্ষিপ্ত তালিকা তৈরি করা হয়েছে।,