করোনা জয় করলেন জুয়ান পেড্রো

‘২০১৭ সালে দেহের ওজনের জন্য গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান করে নিয়েছেন মেক্সিকোর ৩৪ বছরের যুবক জুয়ান পেড্রো। সে সময় তাঁর ওজন ছিল ৫৯৫ কেজি। পরে চিকিৎসকের পরামর্শে নিয়মিত ব্যায়াম করে একশ কেজিরও বেশি চর্বি কমিয়েছেন তিনি।

সূত্র : দ্য স্ট্রেইট টাইমসের

প্রতিবেদন থেকে জানা গেছে, সম্প্রতি জুয়ান পেড্রো করোনাকেও জয় করেছেন। করোনায় তাঁর রক্তচাপ, ডায়াবেটিস ও শ্বাসকষ্ট বেড়ে গিয়েছিল। তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলায় করোনামুক্ত হয়েছেন তিনি।

আগের তুলনায় পেড্রোর বর্তমান ওজন এক-তৃতীয়াংশ, মাত্র ২০৮ কেজি। করোনায় তাঁর মাথাব্যথা, সারা শরীরে প্রচণ্ড ব্যথা ও জ্বর আসত। ধীরে ধীরে তিনি করোনামুক্ত হয়েছেন। এত মোটা মানুষের করোনা জয়ের ঘটনা এটিই প্রথম।

উল্লেখ্য, মেক্সিকো কোভিড -১৯ এ মৃত্যুর সংখ্যার দিক দিয়ে বিশ্বের চতুর্থ সর্বোচ্চ। দেশটির প্রায় ৭৪ হাজারের বেশি মানুষের মধ্যে এক-চতুর্থাংশের ভাইরাসটি আক্রান্ত হয়ে মারা যাওয়ার কারণ ওজন বেশি হওয়া।,