সিনেমা ও ওয়েব সিরিজের জন্য নেটফ্লিক্স-এর সঙ্গে ১০০ কোটির চুক্তি শাহিদ কাপুরের

‘করোনা বিশ্বের বিনোদনের মাধ্যম বদলে দিয়েছে। সিনেমা হলের পরিবর্তে মানুষ ঝুঁকছে ওটিটি প্ল্যাটফর্মের দিকে। সিনেমা-নাটকের পাশাপাশি বিশ্বব্যাপী বর্তমানে জনপ্রিয় হয়ে উঠেছে ওয়েব সিরিজ। ছোট পর্দার পাশাপাশি বড় পর্দার অনেক তারকাও এখন ঝুঁকছে ওটিটি প্ল্যাটফর্মে।

সুত্র : পিঙ্কভিলা খবর

সেই ধারাবাহিকতায় বলিউড তারকা শহিদ কাপুর বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন। বলিউডের প্রভাবশালী গণমাধ্যম পিঙ্কভিলার খবর, এরই মধ্যে একাধিক সিনেমা ও ওয়েব সিরিজের জন্য নেটফ্লিক্সের সঙ্গে ১০০ কোটি রুপিতে চুক্তি সেরেছেন এই অভিনেতা। তবে প্রথমে একটি ওয়েব সিরিজে দেখা যাবে শহিদকে, যার ঘোষণা খুব দ্রুতই আসতে চলেছে।

এক সূত্রের বরাতে পিঙ্কভিলা এ খবর প্রকাশ করলেও শহিদ কাপুরের গণমাধ্যম মুখপাত্র এ প্রসঙ্গে কোনো মন্তব্য জানায়নি।

তবে নেটফ্লিক্স এমন খবরকে প্রাথমিকভাবে গুজব বলেছে। বলিউড হাঙ্গামাকে নেটফ্লিক্সের দুই নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, শহিদ কাপুরের সঙ্গে এমন কোনো চুক্তি করেনি নেটফ্লিক্স। যে অঙ্কের রুপিতে চুক্তির কথা বলা হয়েছে, সেটা শাহরুখ, অক্ষয়, সালমান, আমিরের সঙ্গেও এমনটি হবে না। আর এ খবর নেটফ্লিক্সের কারো কাছ থেকে প্রকাশ হয়নি।

সূত্রটি আরো জানিয়েছে, চলতি বছর নেটফ্লিক্সে যুক্ত হচ্ছেন বলিউডের চার পরিচালক। এ ছাড়া আরো চমক আসছে।

এই যখন পরিস্থিতি, তখন সময়ই বলে দেবে নেটফ্লিক্সের সঙ্গে শহিদ কাপুরের ১০০ কোটিতে চুক্তিবদ্ধ হওয়ার সত্যতা।,