বেসরকারি প্রতিষ্ঠানে করোনা পরীক্ষা করায় আটকে গেল ৩২ সৌদিযাত্রী

‘বেসরকারি প্রতিষ্ঠানে করোনাভাইরাসের (কোভিড-১৯) নমুনা পরীক্ষার সনদ নিয়ে যাওয়ায় ৩২ জন সৌদি আরব প্রবাসীর যাত্রা আটকে দিয়েছে সৌদিয়া অ্যারাবিয়ান এয়ারলাইনস কর্তৃপক্ষ।

আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই ৩২ জনকে রেখে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ে এসভি ৩৮০৭ ফ্লাইট।

তাহলে ওই ৩২ জনের সৌদি আরব যেতে পরবর্তী পদক্ষেপ কী হবে-এমন প্রশ্নে শাহরিয়ার সাজ্জাদ বলেন, ‘এটা আমি জানি না।

এটার ব্যাপারে সিদ্ধান্ত নেবে সৌদিয়া অ্যারাবিয়ান এয়ারলাইনস কর্তৃপক্ষ। তবে এই ব্যাপারে বিদেশগামীদের সতর্ক থাকা উচিত। সরকার অনুমোদিত স্থান থেকে নমুনা পরীক্ষা করাতে হবে। মনে রাখতে হবে, যাতে একটি ভুলের কারণে তাঁর বিদেশ যাওয়া আটকে না যায়।,