নেটফ্লিক্সের ৪ সিনেমায় অস্ট্রেলীয় জনপ্রিয় অভিনেতা ক্রিস হেমসওর্থ

‘বাংলাদেশের রাজধানী ঢাকার গল্পে নির্মিত ‘এক্সট্রাকশন’ বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের ইতিহাসের সর্বকালের সেরা সিনেমা। এ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ৩৭ বছর বয়সী অস্ট্রেলীয় অভিনেতা ক্রিস হেমসওর্থ।

সিনেমাটির এমন সফলতার পর নেটফ্লিক্সের নতুন চার সিনেমায় মিলিয়ন ডলারে চুক্তিবদ্ধ হয়েছেন এই অভিনেতা। দ্য সানডে টেলিগ্রামের বরাতে এমন খবর প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইল।

প্রতিবেদনে জানানো হয়েছে, এই সিনেমাগুলোর বাইরে ক্রিস হেমসওর্থ অস্ট্রেলিয়ার আরো তিনটি সিনেমার ব্যাপারে কথাবার্তা চালাচ্ছেন।

আর ধারণা করা হচ্ছে, নেটফ্লিক্সের চুক্তির তালিকায় আছে ‘স্পাইডারহেড’ শিরোনামে একটি সিনেমা। সিনেমাটি পরিচালনা করবেন জোসেফ কোসিনস্কি। আর এই সিনেমার গল্পে থাকবে আবেগ-পরিবর্তনের ওষুধ পরীক্ষা ও অপরাধীদের গল্প। এ সিনেমায় আরো অভিনয় করবেন জনপ্রিয় দুই হলিউড তারকা মাইলস টিলার ও জুর্নি স্মোলেট।

যদিও এসব প্রসঙ্গে নেটফ্লিক্স এখনো অফিশিয়াল কোনো মন্তব্য জানায়নি। ক্রিস হেমসওর্থ সাড়া জাগানো বেশকিছু অ্যাকশনধর্মী সিনেমায় অভিনয় করে সর্বাধিক পরিচিতি লাভ করেন।,