‘মগজ খেকো’ অ্যামিবার খোঁজ পাওয়া গেছে যুক্তরাষ্ট্রের টেক্সাসে

‘যুক্তরাষ্ট্রের টেক্সাসের লেক জ্যাকসনের বাসিন্দাদের সঞ্চালন লাইনের পানি পানে সতর্ক থাকতে বলা হয়েছে। এ পানিতে মারাত্মক ‘মগজ খেকো’ অ্যামিবার খোঁজ পাওয়া গেছে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, পরীক্ষায় পানি সরবরাহের সিস্টেমে ‘নিগলেরিয়া ফাওলেরি’ নামের এককোষী প্রাণী থাকার বিষয়টি নিশ্চিত হয়েছেন বিশেষজ্ঞরা। ওই অ্যামিবা মস্তিষ্কে সংক্রমণ সৃষ্টি করে, যা মারাত্মক হতে পারে।

সূত্র : বিবিসি

অবশ্য যুক্তরাষ্ট্রে ‘নিগলেরিয়া ফাওলেরি’ সংক্রমণের হার খুবই কম। ২০০৯ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত ৩৪ জন আক্রান্ত হয়েছেন। লেক জ্যাকসন এলাকার কর্মকর্তারা বলেছে, তাঁরা পানি সঞ্চালন লাইন জীবাণুমুক্ত করছেন। এ কাজে কত সময় লাগবে, তাঁরা জানাতে পারেননি।

গত শুক্রবার ওই এলাকার লোকজনকে টয়লেট ফ্ল্যাশ করা ছাড়া আর কোনো কাজে সঞ্চালন লাইনের পানি ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়। অবশ্য গতকাল শনিবার ওই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। ওই এলাকায় ২৭ হাজারের বেশি মানুষ বাস করেন।

লেক জ্যাকসনের কর্মকর্তারা বলেন, এখন ওই এলাকার মানুষ পানি ব্যবহার করতে পারবেন। তবে তা পান করার আগে অবশ্যই ফুটিয়ে নিতে হবে। এ ছাড়া গোসলের সময় পানি যাতে নাকে না ঢোকে, তা খেয়াল রাখতে হবে। যাদের রোগ প্রতিরোধক্ষমতা কম, যেমন শিশু ও বৃদ্ধরা এ ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ বেশি।

কর্মকর্তারা বলছেন, তাঁদের পানি সঞ্চালন লাইন পরিষ্কার করার পর আবারও নিরাপত্তার বিষয়টি নিশ্চিত হতে পরীক্ষা করা হবে।

লেক জনসন সিটির ব্যবস্থাপক মডেস্টো মান্ডো বলেন, এ মাসের শুরুর দিকে ছয় বছর বয়সী মগজের সংক্রমণে মারা যাওয়ার পর পানি সরবরাহ লাইনে পরীক্ষা শুরু হয়।,