রাজধানীর শাহবাগের চৌরাস্তায় ধর্ষণের প্রতিবাদে অবরোধ

‘সারাদেশে ধর্ষণের ঘটনা এবং তাতে সরকারের নীরবতার প্রতিবাদে রাজধানীর শাহবাগের চৌরাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে বাম সংগঠনের নেতাকর্মীরা।

সোমবার দুপুরে শাহবাগ অবরোধ করে এ বিক্ষোভের আয়োজন করা হয়। ধর্ষণের ঘটনায় সরকারের নিষ্ক্রিয়তার প্রতিবাদ এবং পুলিশের নীরবতায় ক্ষোভ প্রকাশ করেন বক্তারা।

রাস্তা অবরোধ করায় চারদিকে যানবাহন চলাচল সীমিত হয়ে পড়ে।

এছাড়াও দেশজুড়ে ধর্ষণের প্রতিবাদ এবং বন্ধ পাটকল খুলে দেয়ার দাবিতে জাতীয় প্রেসক্লাব থেকে প্রধানমন্ত্রী কার্যালয় ঘেরাও করতে মিছিল নিয়ে বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মীরা শাহবাগ এলাকায় আসলে তাদের বাধা দেয় পুলিশ।

শেরাটনের সামনে বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মীরা বেরিকেড ভাঙ্গার চেষ্টা করলে পুলিশের লাঠিচার্জে আহত হয়েছে বেশ কয়েকজন নেতাকর্মী।

শাহবাগে পুলিশের হামলা ও লাঠিচার্জ এর প্রতিবাদে আগামীকাল সারাদেশে বিক্ষোভ কর্মসূচি দিয়েছে বাম গণতান্ত্রিক জোট।

সম্প্রতি সিলেটের (মুরারিচাঁদ) এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে মারধর করে স্ত্রীকে গণধর্ষণ ঘটনা এবং মাসখানেক আগে নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুরের এক গৃহবধূকে বিবস্ত্র করে বিভৎস নির্যাতন করে ধর্ষণ চেষ্টা করার ঘটনায় দেশব্যাপী আলোড়ন তৈরি করে।,