বিশ্বব্যাপী করোনাভাইরাসে এ পর্যন্ত ১১ লাখেরও বেশি মানুষের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ১১ লাখ ছাড়ালো। গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী মৃত্যুবরণ করেছে ৬ হাজার ১০০ জনের বেশি মানুষ। আর আক্রান্ত হয়েছে ৩ লাখ ৯৮ হাজার ৬০০ মানুষ।

সূত্র : বিবিসি

এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা যুক্তরাষ্ট্রে। ৮২ লাখ ১৬ হাজারেরও বেশি। ভারতে আক্রান্তের সংখ্যা সাড়ে ৭৩ লাখ ছাড়িয়েছে আর ব্রাজিলে এই সংখ্যা ৫১ লাখ ৭০ হাজারের বেশি।

২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ৬৬ হাজারের বেশি মানুষ। ভারতে এই সংখ্যা ৬০ হাজারের বেশি আর ব্রাজিলে একদিনে আক্রান্ত ২৯ হাজারের বেশি।

যুক্তরাষ্ট্র ও ভারতে একদিনে মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে আর ব্রাজিলে একদিনে মৃত ৭৩৪ জন।

যুক্তরাষ্ট্রে মোট মৃতের সংখ্যা ২ লাখ ২২ হাজারের বেশি, ভারতে সংখ্যাটা ১ লাখ ১২ হাজার ছাড়িয়েছে আর ব্রাজিলে ১ লাখ ৫২ হাজারের বেশি।

গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। বর্তমানে সারাবিশ্বে ৩ কোটি ৯১ লাখেরও বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত। আর সুস্থ হয়েছে ২ কোটি ৯৩ লাখের বেশি মানুষ।  প্রাণ হারিয়েছে ১১ লাখ ২ হাজার ৯০০ জনেরও বেশি মানুষ।