আগামী নভেম্বরে টি-টোয়েন্টি টুর্নামেন্ট

‘আগামী নভেম্বরে একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকেটারদের প্রস্তুতির অংশ হিসেবে টুর্নামেন্টটি আয়োজন করতে চায় বিসিবি।

বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন এ ব্যাপারে বলেন, ‘আমরা চাই বড় তারকা খেলতে আসুক। আমাদের সেরা খেলোয়াড় সাকিব, তামিম ও মুশফিকের চেয়ে ভালো মানের খেলোয়াড় নিতে চাই।’

বিসিবির এই কর্মকর্তা আরো বলেন, ‘আমরা এখনো বড় কোনো তারকার নাম পাইনি। বড় কোনো তারকা না পেলে আমরা স্থানীয় খেলোয়াড়দের নিয়েই টুর্নামেন্টটি আয়োজন করব। যদি এমন মানের খেলোয়াড় নিতে পারি, যাঁরা দলকে অনুপ্রাণিত করতে পারে। যাঁরা দলে থাকলে খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়বে।’

এদিকে টুর্নামেন্টটি কেমন হতে পারে, এ ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি বিসিবি। তবে ধারাবাহিকতার অংশ হিসেবে আসরটি আয়োজন করতে চায় বিসিবি।

এ সম্পর্কে খালেদ মাহমুদ বলেন, ‘টুর্নামেন্টটি কেমন হবে আমরা জানি না, তবে আমরা টুর্নামেন্টটি আয়োজন করব, এটি নিশ্চিত। তবে কয়টি দল খেলবে তা এখনো চূড়ান্ত হয়নি। দ্রুতই এ ব্যাপারে একটা সিদ্ধান্ত নেওয়া হবে।,