বন্যায় ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণসামগ্রী পাঠাল ভারত

হিমালয়কন্যা নেপালের পাঁচটি জেলায় বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য উপহার হিসেবে তাঁবু ও প্লাস্টিকের শিটসহ ত্রাণসামগ্রী পাঠিয়েছে ভারত।

সূত্র : আনন্দ বাজার

নেপালে নিযুক্ত ভারতের উপ-রাষ্ট্রদূত নামগ্যা খাম্পা সোমবার নেপালের সংসদ সদস্য ও নেপাল-ইন্ডিয়া ইউমেন ফ্রেন্ডশিপ সোসাইটির (এনআইডব্লিউএফএস) প্রেসিডেন্ট চান্দা চৌধুরীর কাছে এসব ত্রাণসামগ্রী হস্তান্তর করেন। খবর ফিনান্সিয়াল পোস্টের।

এগুলো নেপালের ক্ষতিগ্রস্ত জেলা সিন্ধুপালচোক, কৈলালী, মহোত্তারী, নওয়ালপাড়া ও সরলাহীতে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে এনআইডব্লিউএফএস-এর মাধ্যমে বিতরণ করা হবে।

নেপালে ইন্ডিয়ান মিশন এক বিবৃতিতে বলেছে, এসব ত্রাণসামগ্রী ভারতের নিয়মিত মানবিক সহায়তা এবং নেপালে দুর্যোগকালে ত্রাণ সহায়তার অংশ। নেপালের পাঁচ জেলায় বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য এসব সামগ্রী পাঠানো হয়েছে।