সমুদ্রে ভারতীয় জেলেদের ওপর লঙ্কান নৌবাহিনীর হামলা

তামিলনাড়ু উপকূল থেকে মাছ ধরতে যাওয়া একদল জেলের ওপর লঙ্কান নৌসেনারা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে ভারত।

সূত্র : এবিপি নিউজ

মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, রামেশ্বরম থেকে সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল জেলেদের দলটি। তারা কাটচাথিভু দ্বীপের কাছে মাছ ধরার সময় আচমকা হামলা চালায় লঙ্কান নৌবাহিনী।

ওই অঞ্চলকে শ্রীলঙ্কার জলসীমা দাবি করে ভারতীয় জেলেদের অবিলম্বে এলাকা ছেড়ে যেতে বলা হয়। এ সময় পাথর ছুড়ে তাদের ওপর হামলা চালানো হয় বলে দাবি করা হয়েছে। এতে অন্তত এক জেলে আহত হয়েছেন।

এ ছাড়া ভারতীয় জেলেদের অনেক জাল ছিড়ে ফেলা হয়েছে। বেশ কয়েকটি ট্রলার ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও অভিযোগ উঠেছে। হামলার মুখে বাধ্য হয়ে তামিলনাড়ু উপকূলে ফিরে যান ভারতীয় জেলেরা।

তামিলনাড়ু প্রশাসন জানিয়েছে, কাটচাথিভু দ্বীপ সংলগ্ন এলাকা বরাবরই নিজেদের বলে দাবি করে শ্রীলঙ্কা। এর আগেও সেখানে বহু ভারতীয় জেলে লঙ্কান বাহিনীর হাতে আক্রান্ত হয়েছেন।