৩০ হাজার কর্মী ছাঁটাই করছে বোয়িং

করোনা সংকটের কারণে কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে মার্কিন মাল্টিন্যাশনাল করপোরেশন বোয়িং। আগামী বছরের শেষ নাগাদ চাকরি হারাবেন কোম্পানিটির ৩০ হাজার কর্মী।

সূত্র : বিবিসি

এদিকে গত এপ্রিল মাসেও ১৬ হাজার কর্মীকে ছাটাই করেছে বোয়িং। করোনা মহামারির কারণে বিমান চলাচল কমে যাওয়ায় কোম্পানির সবচেয়ে বড় আয়ের উৎস কমে এসেছে।

করোনার কারণে এয়ারবাস বছরের প্রথম চার মাসে প্রায় ৫০ কোটি ইউরো লোকসান গুনেছে। বছরের প্রথম তিন মাসে লোকসানের পরিমাণ ছিল ৪৮১ মিলিয়ন ইউরো। অথচ আগের বছরের প্রথমদিকে ৪০ মিলিয়ন ইউরো মুনাফা করেছিল তারা।

বর্তমানে এক লাখ ৬০ হাজার কর্মী কোম্পানিটির অধীনে কাজ করেন। অব্যাহত লোকসানের কারণে এটিকে ২০২১ সালের শেষ নাগাদ কমিয়ে এক লাখ ৩০ হাজারে নামিয়ে আনা হবে।