বাংলাদেশে আসার আগেই নেপাল দলে করোনার হানা

আগামী ১৩ ও ১৭ নভেম্বর বাংলাদেশের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে নেপাল। বৃহস্পতিবার থেকে তাদের অনুশীলনও শুরু হয়ে গেছে। তবে শুরুর দিনেই ধাক্কা খেতে হয়েছে হিমালয়ের দেশটিকে। প্রাথমিকভাবে ডাক পাওয়া ৩৪জন খেলোয়াড়ের মধ্যে করোনা ‘পজিটিভ’ হয়েছেন চারজন। আপাতত আক্রান্তদের আইসোলোশনে পাঠানো হয়েছে। অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনের অফিসিয়াল ওয়েবসাইট আনফাও খবরটি নিশ্চিত করেছে।

সুইডিশ ইয়োহান কালিনের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত কোচ বালগোপাল মহারাজন আছেন নেপালের দায়িত্বে। অবশ্য সংস্কারের পর আজকেই প্রথম নেপালের দশরথ স্টেডিয়ামে অনুশীলন করেছে তারা। ২০১৫ সালের ১৫ এপ্রিল ভয়বাহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছিল স্টেডিয়ামটি।

উল্লেখ্য, আগামী ৫ নভেম্বর নেপাল দলের চার্টার্ড বিমানে করে ঢাকায় আসার কথা আছে।