প্রেসিডেন্টস কাপ ছিল আকবরের শেখার মঞ্চ

‘বিসিবি প্রেসিডেন্টস কাপে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন যুব বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলী। তাই বাস্তবতাকে বুঝতে পেরেছেন তিনি। তামিম একাদশের হয়ে খেলেছেন। ব্যাট হাতে কোনো ম্যাচেই ডাবল-ফিগারে পৌঁছাতে পারেননি তিনি। তাঁর ব্যর্থতা নিয়ে হচ্ছে কড়া সমালোচনা।

নিজের ভুল শুধরে নেওয়ার সুযোগ পেয়ে আকবর বলেন, ‘আসলে ক্যাম্পটি উন্নতির জন্য। আমি যেখানেই থাকি উপভোগ করার চেষ্টা করি। শেখার চেষ্টা করি। এখন আমি এইচপিতে আছি, এখান থেকে সেরাটা শেখার চেষ্টা করছি, এখানে যতটা সম্ভব উপভোগ করার চেষ্টা করছি।’

যুব বিশ্বকাপ জয়ী অধিনায়ক আরো বলেন, ‘আমরা বিশ্বকাপ জিতেছি প্রায় আট-নয় মাস হতে চলেছে। তাই আমি যখন এটি চিন্তা করি তখন এটি অনেক বেশি ভালো অনুভব করি। তবে আমি মনে করি না, আমরা যা করেছিলাম সে সম্পর্কে কেউ চিন্তা করে। এখন আমাদের সামনের দিকে তাকাতে হবে।’

আকবর এখন বুঝতে পেরেছেন দক্ষতা বাড়াতে হবে, ‘আমি মনে করি এখানে প্রতিযোগিতা একটু বেশিই। সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে আমরা খেলছি বলে এখানে বয়সসীমা কম ছিল। তাই আমি মনে করি আমাদের এখানে আরো প্রতিযোগিতা হওয়া দরকার।’

তবে বিসিবি প্রেসিডেন্টস কাপে শেখার অনেক কিছু ছিল বলে মনে করেন আকবর, ‘ব্যক্তিগতভাবে কঠিন অভিজ্ঞতা ছিল, তবে আমি অনেক কিছু শিখতে পেরেছি। আমরা এক সপ্তাহেরও বেশি সময় এক সঙ্গে ছিলাম, প্রচুর ইতিবাচক বিষয় শিখেছি। আমি তামিম ভাইয়ের দলে ছিলাম। তাঁদের কাছ থেকে অনেক কিছু শেখার চেষ্টা করেছি। আশা করি, এই অভিজ্ঞতা পরবর্তী সময়ে কাজে লাগাতে পারে।,