চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই বঙ্গোপসাগরে ৪ দেশের সামরিক মহড়া

চীনের রাজনৈতিক ও সামরিক প্রভাব মোকাবিলায় বঙ্গোপসাগরে যৌথ সামরিক মহড়া শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, ভারত, জাপান ও অস্ট্রেলিয়া। মালাবার ২০২০ নামের এই যৌথ মহড়ায় অংশ নেবে দেশ চারটির নৌবাহিনী। এ মাসে দুই ধাপে এই মহড়া অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মঙ্গলবার শুরু হচ্ছে প্রথম ধাপ। ভারতীয় সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

মহড়ায় ভারতীয় নৌবাহিনীর নেতৃত্ব দেবেন রিয়ার অ্যাডমিরাল সঞ্জয় বাতসায়ন। পূর্বাঞ্চলীয় বহরের নেতৃত্ব দেওয়া এই কর্মকর্তার অধীনে থাকবে ডেস্ট্রয়ার রণবিজয়, ফ্রিগেট শিবালিক, টহল জাহাজ সুকন্যা এবং সাবমেরিন সিন্ধুরাজ। এছাড়া ভারতের অত্যাধুনিক ড্রোন ও হেলিকপ্টারও এই মহড়ায় যুক্ত থাকবে।

প্রথম ধাপের মহড়া শেষে মধ্য নভেম্বরে আরব সাগরে পরিচালিত হবে মালাবার ২০২০ নৌমহড়ার দ্বিতীয় ধাপ।