১ রকেটে ১৩ স্যাটেলাইট উৎক্ষেপণ করল চীন

বেলা সোয়া ১১ টার দিকে চীনের তাইয়ুয়ান থেকে উৎক্ষেপিত হয় রকেটটি

চীনের উত্তরাঞ্চলের শানসি প্রদেশের তাইয়ুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে শুক্রবার সফলভাবে ১৩টি স্যাটেলাইট কক্ষপথে পাঠিয়েছে দেশটি।

আর্জেন্টিনার কোম্পানি স্যাটেলজিকের তৈরি করা ১০টি বাণিজ্যিক রিমোট সেন্সিং স্যাটেলাইটসহ সবগুলো স্যাটেলাইট বেইজিং সময় বেলা ১১টা ১৯ মিনিটে লং মার্চ-৬ বাহনটি রকেটে করে উড়ে যায়।

লং মার্চ রকেট সিরিজের মাধ্যমে শুক্রবারের উৎক্ষেপণটি ছিল ৩৫১তম।