বাইডেনের জয়ের পর হোয়াইট হাউজে নীরবতা

A view of the North Portico of the White House, Wednesday June 14, 2017 in Washington D.C. (Official White House Photo by Joyce N. Boghosian)

যুক্তরাষ্ট্রের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন নির্বাচিত হওয়ার হোয়াইট হাউজে নীরবতা বিরাজ করছে।

সূত্র :  সিএনএন

খবরে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প ভার্জিনিয়াতে গলফ খেলতে গেছেন। হোয়াইট হাউজের উত্তর পাশের লনে কয়েকজন মিডিয়াকর্মী সরাসরি প্রচার করছেন। সেখানে উল্লাসের ধ্বনি শোনা গেছে।

হোয়াইট হাউজের ব্রিফিং রুমে মিডিয়া সহযোগী ঘুরিয়ে দেখান। মিডিয়াকর্মীদের প্রবেশপথ ১৭তম স্ট্রিট ও পেনসিলভানিয়া অ্যাভিনিউয়ে কাঁটাতার দেওয়া আছে। রাস্তায় গাড়ি পার্ক করে মানুষ হর্ন বাজিয়ে উল্লাস করছে। গাড়ির হর্নের সঙ্গে সঙ্গে পথচারীরাও উল্লাসে মেতে উঠছেন। পাশের ব্ল্যাক লাইভস ম্যাটার প্লাজা থেকে উল্লাস ধ্বনি আসছিল।

ঘটনাটি প্রত্যক্ষ করা সিক্রেট সার্ভিসের এক এজেন্ট কৌতুক করে বলেন, হর্ন বাজানো খারাপ। কিন্তু বিকল্প যেটি তার চেয়ে ভালো। আমার সঙ্গে রায়ট গিয়ার রয়েছে।