ট্রাম্পের জালিয়াতির অভিযোগ মার্কিন কর্মকর্তাদের অস্বীকার

সূত্র : বিবিসি
ট্রাম্পের এই দাবির পর মুখ খুলেছে নির্বাচনের নিরাপত্তার দায়িত্বে থাকা দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি ইউনিট। বৃহস্পতিবার কমিটি অব দ্য সাইবার সিকিউরিটি অ্যান্ড ইনফ্রাস্টাকচার সিকিউরিটি এজেন্সি (সিসা) বলেছে, ‘নির্বাচনি প্রক্রিয়া নিয়ে আমরা বেশ কিছু অমূলক দাবি এবং ভুল তথ্যের সুযোগের কথা জানতে পারলেও আমরা আমাদের নির্বাচনের নিরাপত্তা এবং মর্যাদা নিয়ে চূড়ান্ত আত্মবিশ্বাসী আপনাদেরও তা থাকা উচিত।’ ওই বিবৃতিতে বলা হয়, ‘প্রশ্ন থাকলে বিশ্বস্ত কণ্ঠ নিয়ে নির্বাচনি কর্মকর্তাদের কাছে যান, তারাই নির্বাচনি প্রশাসক।’

সিসা’র প্রধান ক্রিস্টোফার ক্রেবস জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প তাকে বরখাস্ত করতে পারেন বলে আশঙ্কা করছেন তিনি। এর আগে বৃহস্পতিবার সিসা’র সহযোগী পরিচালক ব্রায়ান ওয়ার পদত্যাগ করেন। গত সপ্তাহে তাকে পদত্যাগ করতে বলে দেয় হোয়াইট হাউজ।