অবশেষে জো বাইডেনকে অভিনন্দন জানাল চীন

‘অবশেষে নিরবতা ভাঙলো চীন। চিরপ্রতিদ্বন্দ্বী আমেরিকার  নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে অভিনন্দন জানালো চীন।

সূত্র : বিবিসি

বিশ্বের প্রায় অধিকাংশ দেশ অভিনন্দন জানালেও আমেরিকার আইন ও প্রক্রিয়ার অজুহাত দিয়ে অভিনন্দন জানানো থেকে বিরত ছিলো চীন।  সেই সঙ্গে ডোনাল্ড ট্রাম্প যে, ভোট কারচুপির অভিযোগ তুলেছিলো সে কথাও স্মরণ করে দেয় দেশটি।

তবে প্রায় এক সপ্তাহ পর শুক্রবার বাইডেন এবং কমলা হ্যারিসকে অভিনন্দন জানিয়েছে বিশ্বের অন্যতম এই পরাশক্তি।

এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেন, আমেরিকানদের জনমতকে আমরা সম্মান জানাচ্ছি। আমরা জো বাইডেন এবং কমলা হ্যারিসকে অভিনন্দন জানাচ্ছি। মার্কিন আইন এবং প্রক্রিয়া মেনে নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে বলে আমরা মনে করছি।

তবে ব্রাজিল, রাশিয়া এবং মেক্সিকোর মতো দেশের রাষ্ট্রনায়করা এখনও নির্বাচনের ফলাফল নিয়ে কোনো মন্তব্য করেননি। বাইডেনকে অভিনন্দনও জানাননি।

ডিসেম্বরে মার্কিন ইলেক্টোরাল কলেজের মাধ্যমে সরকারিভাবে জো বাইডেনকে প্রেসিডেন্ট হিসেবে বিজয়ী ঘোষণা করা হবে এবং ২০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে হোয়াইট হাউসে উঠবেন নতুন মার্কিন প্রেসিডেন্ট।,